স্বার্থ ছাড়া বন্ধু -বান্ধবী কাছে আসে না
বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালবাসে না।
স্বার্থ ছাড়া ভালবাসে শুধু আমার “মা”
কাঁদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে
লক্ষ টাকা মজুরী নেয় মূর্তির কারিগরে,
মা আমার এই সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য চাইল না –
স্বার্থ ছাড়া
চলো আলোকে শাসাই
আঁধারের কাছে ফিরে যাই
নরম জলে ভেসে আসছে আদিম তরবারি
চলো স্বেচ্ছায় খুন হয়ে যাই!
অনেকদিন যাইনি কল্যাণী বাগানে,
গভীর থেকে আরো গভীরে
যেখানে গ্রীবাদেশ থেকে বয়ে গেছে মদিরার সম্পান।
খুলে ফেলো, সোনালী চুড়ি
উদোম বুকে সেলাই করা লেবুর ঘ্রাণ…
লাজুক প্রাসাদের সামনে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে চিরল কোমর,
এসো
Ismail Abdulhi is a pastoralist in Ta Kuti village (Niger State) and beneficiary of Nigeria’s Fadama II project (Photo: Arne Hoel)
পরিবার ও পরিবার দিবসঃ আন্তর্জাতিক পরিবার দিবস আজ। জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৯৩
আবে হায়াত
অতঃপর এইসব বেদনাহীন দিন আঙুলের ফাঁক গলে পড়ে গেলে মৃত্যুঘ্রাণ লেগে থাকে নাকে। ছায়া দেখেই মানুষ ভাবতে নেই তাতে ভুল থেকে যায় অনেক। এইযে পাখিরা উড়ে আসে অমীমাংসিত বার্তা নিয়ে তারপরেও আমরা ধরে নিই নষ্ট বিকেল বেলায় তারাই আদ্র অাবহাওয়ার বাহক। অথচ পানি
তারপর আমার দিকেই তাকালেন ফ্রান্ৎস কাফকা
বললেন—সবুজ দেখেছো?
বললাম—দেখেছি।
জানতে চাইলেন—সবুজ কয়প্রকারের ছায়া সাজায় ?
বললাম—জানি না ।
তিনি হাসলেন। ততক্ষণে মধ্যবিত্ত মাঘ, তার সকল
শীত মানুষের মাঝে বিতরণ করে বৃক্ষের দিকে ফিরতে
শুরু করেছে। বরফ কাঁপানো ঘাম ঝরিয়ে নতুন মাটির
বুকে উঁকি দিচ্ছে একটি তীক্ষ্ণ ধানগাছের ডগা।
কোথায় আছো মা!
পঁচিশ বছর কেটে গেছে,
কতবার সূর্য উঠেছে, কতবার ডুবেছে
অথচ একদিন সূর্য উঠার আগেই
তুমি চলে গেছ
আমার হাতে ছিল তোমার হাত-
সে হাত আর কোনদিন জাগেনি
আমাদের জীবন কে
আরো কিছুটা এগিয়ে দেবার জন্য
জীবন চলার পথে
কোথায় আছো মা!
দেহ ছেড়ে তোমার আত্মা
এ হাত ছুঁয়ে কোথায় চলে গেছে
সে কী