আমিতো নিজেই আমার ঈশ্বর। বেদেনী-বাঁশীতে নাচে লকলকে লোলুপ চেরা-জিব
বিকেলের বিষন্ন- হলুদ উঠোনে ঝেড়ে ফেলে তার বিষ-থলি
যেখানে খাদ্য-কণা খুঁটে খায় চড়ুই ছানারা; অনন্তের ওপার থেকে ভেসে আসে বেহালার তান মাঝরাতে
বাতাসের মীড়ে মীড়ে বেজে ওঠে প্রচ্ছন্ন বর্ণমালা,
বর্ণালী মুক্তো-বৃষ্টি ঝরে ঝরে পড়ে;
বোধিকে

