এখন একটা কবিতার জন্য কতো হাহাকার করি
পাশ দিয়ে কতো কুকুর হেঁটে যায়, শিয়াল দৌড়ে যায়,
ঘুটি সুটি মেরে বসে থাকে মায়া বিড়াল
সে আসে না, সে আমাকে আর ভালোবাসে না!
অথচ একদিন এমন কোনো রাত ছিলো না, যে রাতে
নকশি কাঁথা শব্দ সুখ সেলাই হতো না, এমন কোনো
দিন
কটা লতা নুয়ে পড়েছিল চন্দ্রের মুখোমুখি। কটা প্রজাপতি
উড়ে উড়ে জপ করেছিল কার নাম ! ছাদের বিষন্ন প্রহর
এভাবে দাঁড়িয়েছিল সৌর বুননে। একটা নীলাভ এ্যকুরিয়াম
মেতে উঠেছিল ধারণ উৎসবে।
এই ঋষিরাত ছিল আামাদের ছাদ।আর আমরা ছিলাম বৃন্দাবনে
আরাধ্য প্রাণের আকর।
তবে কি কেবল উৎস আখ্যানেই বার বার এসেছিল ঝড়
আর পরস্পর