আছে তাহার দুইটি ধারা,
একটি পুরুষ আরটি নারী
বুঝতে পারে মানুষ যারা। পুরুষ হয়ে মারলে নারী
গর্ব হবে চিরক্ষয়,
প্রেম দিয়ে তাই করতে হবে
সব মানুষের হৃদয় জয়। পশুর আছে মারামারি
আর যে আছে হিংসা-ক্রোধ,
মানুষ হলে প্রেম দিয়ে ভাই
নাও না তুমি প্রতিশোধ। মানুষ হলো জগতসেরা
অতিসুন্দর একটি ফুল,
নারী-পুরুষ

