কথা ছিলো ঝরে পড়া পাতাদের জড়ো করে,
ইচ্ছেদের সাথে নিয়ে অসহ্য জীবন ঠেলে,
উঠে দাঁড়াবো আরেকবার ভালোবাসার হাত ধরে।
ভালোবাসার বন্ধ্যা জমিতে, দুজনে মিলে ফুল ফোটাবো।
কথা ছিলো দীর্ঘ শীতের রাত পার করে,
আবার বসন্ত খিলখিলিয়ে হেসে উঠবে,
দুজনের ঠোঁটের ছোঁয়ায়।
চাঁদও হিংসে করবে আমাদের ভালোবাসায়।
কথা ছিলো দূরে, বহুদূরে, তারাদের সাথে