আমার যে আঙুলের ভয়ে আমি মাঝে মাঝে কবিতা লেখা ছেড়ে দিই
সেই স্বাধীনতা?
অতঃপর ছাই দিয়ে আগুন ঢাকার মতো করে উপমা দিয়ে ভয় ঢেকে দিই
সেই স্বাধীনতা? সেঁজুতি, তুমি কোন্ স্বাধীনতার কথা বলছো?
তোমার-আমার হাঁটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ম্যানহোল গুলোর
ব্ল্যাকহোল হয়ে উঠার

