জানে অন্তর্যামী জানে
নিঃশ্বাসের নিবিড়তায় থেকো
থেকো অন্তরে বাহিরে সব খানে।
মিশে আছো আপন মহিমায়
মনের গহীনে
অস্থি মজ্জার একান্ত বন্ধনে
মিশে আছো
যেখানে প্রাণের অস্তিত্ব, ডিএনএ
মিশে আছো
অশ্রুর নোনা জলে
রক্তের লালে চেতনে- অবচেতনে
ভালবেসে তোমায় আর রাখিবো কোন খানে!! মিশে আছো
চোখের কালিতে
লোমের রেণুতে
ভাঁজ করা চুলের সিঁথিতে;
মিশে আছো এক একটি শিরায়
ধমনী হতে

