কেউ যেন আর রয় না পাশে;
ভয়াল ঝড়ে লণ্ডভণ্ড এ হৃদয়
কঠোর নিয়তি আড়ালে হাসে। খুঁজি, ঐ গগনে মেঘের খেলা
তখন ওরাও উধাও পলাতক;
হৃদয়ের মাঠে অসুরের মেলা
যদিও ছিলেম বেহালা বাদক। রাতের গগনে তারাদের খুঁজি
খুঁজি শশীর মুখ, আমি চাতক;
ঘণ্টা বেসুরের, বাজলেই বুঝি
আশপাশে সবি বিশ্বাসঘাতক। প্রেমের মাধুরী হারায়

