বছরের শেষ চিঠিটা লিখবার তাড়া আসছিল
পর্যবেক্ষক চোখে ডেক থেকে দেখা চীনা পোর্ট
অথবা প্যারিসের এক সন্ধ্যা
হাওয়া হয়ে গেছে চমকপ্রদ এক সকাল
দেখলাম, গাছের পাতার সাথেই গড়ে উঠেছে নিবিড় সখ্য।
এ বছর ঝাঁকে ঝাঁকে এসেছিল শীত পাখি
ছায়াময় গ্রীষ্মকাল আসবার আগে তারাও ফিরে গেছে
আরো রূপালী হয়ে উঠেছিল চাঁদ
মাতাল সমুদ্রের