বন্ধু হওয়া তো সহজ নয়
বাইরে বলবে বন্ধু কিন্তু
পুষবে ঈর্ষা হিংসা ভয়।
সুজন বন্ধু কুজন বন্ধু
কিভাবে করবে এম্নি ভাগ!
বন্ধুপ্রীত ভাগ্য জোটায়
মনের গভীরে কাটছে দাগ। বন্ধু এগোয় তুমিও এগোও
চরৈবেতি চরৈবেতি
পেছনে টানলে বন্ধু সে নয়
ঈর্ষায় শুধু নিজেরই ক্ষতি।
বন্ধু উঠলে গম্ভীর হও
ঈর্ষাজাল কেন গোটাও! সমতুল তো আছই

