সুউচ্চ ভবনগুলো যেনো আকাশ ছুঁতে চায়,
ভুকম্পনের ভীতি বাসিন্দাদের মনে খানিকটা বাড়ায়।
গাছ গাছড়া উবে গেছে যেনো কন্ক্রিটের স্তুপ,
কাজের চাপে যান্ত্রিক জীবনে নেই কোন ফুরসত।
রাস্তা ঘাটে জ্যাম লেগে যায়, বড়ই গ্যান্জাম,
ট্রাফিক পুলিশ হিমশিম খায় দিতে গিয়ে আনজাম।
রাস্তা পারাপারে বড়ই তাড়া কে কার আগে যাবে,
অসহিষ্নু মন কাজ