পরিপূর্ণ করো, অভিশাপ থেকে নিস্তার দাও
বুকে স্বদেশ পোড়ে জুড়াও পোড়ে যাওয়া প্রাণ
ফিরবার পথ দেখাও মিটিয়ে দাও আশ্লেষের গান
প্রভু হে করজোড়ে মোনাজাত, ভুলছি মানতের দায়
আর ভুলবনা পথ, ডেকে নাও সবুজের সীমানায়
হে প্রভু উপোসীরাই বুঝে ভুরিভোজনের সুখ
তোমাতে ঠুকেছি মাথা দেখাও বাংলার মুখ

