পা ফেললেই রাস্তা, মাথা ছাড়ালেই গাছ
ওই যে হলুদ মাছ
হাতের মুঠোয় ধুকপুকুনি, বিষ কাঁটার টাচ।
#
কথার ভাঁজে কালাসনিকভ, সারে জাঁহাসে আচ্ছা
শ্বেত শুয়োরের বাচ্চা
সবই নাকি কথার কথা, ভার্চুয়ালই সাচ্চা।
#
পায়ের পাতায় বৃষ্টি কিন্তু রোদেলা চায়ের কাপ
চন্দ্রবোড়া সাপ
চুল্লু চুমুক কয়েক ডজন, হেই মাতালের বাপ!
#
সকাল দুপুর কাদার খোঁচা, রাত্রি হিজিবিজি
মস্ত