ফকির আবদুল মালেক নৌকার পাটাতনে সেজদাবনত আত্মসমর্পিত মাঝি।
ছিটকে পড়ার মুহূর্তে আঁকড়ে ধরলাম। বললাম- ওঠ, হাল ধরো।
ফুঁসে উঠা প্রতিকূল স্রোতে ডিঙিখানি ডুবে যাওয়া আর
ভেসে উঠার ঠিক মাঝামাঝি,
আর প্রতিটি মুহূর্ত জীবন আর মৃত্যুর সীমারেখায় দুদোল্যমান। সুস্পষ্ট সতর্কবার্তা ছিল। ভ্রুক্ষেপ করিনি, পেয়েছিল শিকারের নেশা।
দীর্ঘকাল আমরা সমুদ্রে ভাসমান।
পরিপূর্ণ

