সবাই শুদ্ধতার সাথে জন্মেছে।
কারো কোনো পাপের চিহ্ন ছিলো না,
কোনো ভুলত্রুটি ও ছিলো না,
নিষ্পাপ ভাবে প্রত্যেকটি প্রাণ ধীরেসুস্থে বড় হচ্ছে।
তারপর আমি এবং সবাই ছুটে চললাম ভুলের মাঝে! ভুল নদীর স্রোতে,
শুদ্ধ অশুদ্ধ হয়ে গেলো।
কেউ ইচ্ছে করে অশুদ্ধের মাঝে পা বাড়িয়েছে!
কেউ ভুল করে অশুদ্ধের

