পঙ্কিলতার আঁচড়ে ক্ষতবিক্ষত বর্তমান
রক্ত জলে গড়িয়ে যাচ্ছে অন্ধকার আগামীর পাণে-
বিবেকের দহনে স্বেচ্ছায় পুড়ে ফেলি উত্তরাধিকার
নিচিহ্ন করে ফেলি অস্তিত্বের শেকড়, জন্মদাগ
ইতিহাসের জীর্ণ বক্ষ হতে এক এক করে উপড়ে ফেলি
অনির্বাণ সোনালী চেরাগ,বজ্রকন্ঠ
হিংস্র দানবের পদচারণয় মুখর আমাদের বধ্যভূমি গুলো,
অবক্ষয়ের ব্যাধিতে আক্রান্ত