(সুন্দরী সিরিজের কবিতা) কাননে ফুল ফুটেছে, গন্ধ শুকিনি
শিরির ভেজা দুর্বাঘাসে নাঙ্গা পায়ে একটুও হাটিনি
চাঁদনী রাতে জ্যোৎস্নার বুকে সাঁতার কাটিনি
সাগর বুকে উদাম গায়ে লোনাজলের গন্ধ মাখিনি
কিছু করিনি, সুন্দরী, কিচ্ছু করিনি
তুমি চলে যাবার পর, আমি কিচ্ছু করিনি। হৃদয়োত্থিত ধ্বনিগুলোর বর্ণচিত্রের শব্দ গড়িনি
শব্দগুলি মন-মাধুরীতে পত্র

