লাল নীল হলুদ বেগুনি আর-
নাম না জানা হাজার রঙের স্বপ্ন!
কোনোটা বাহারি, কোনোটা বিমূর্তপ্রায়! হরদম জাগরণে, অঘোর ঘুমের ঘোরে
বিরামহীম স্বপ্ন বুনে যাই অহরহ–
কখনো বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসি নিমিষে
পাতাল পুরীর অপ্সরার সনে বসি প্রেমালাপে
কখনোবা বিলগ্রেটকে হার মানিয়ে ধন কুবের সেজে
বিশ্বের সব সুখ কিনে নিই

