একাত্তরের বিজয় মাসে
এক
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়
প্রিয় মা জননী আমার বাংলাদেশ;
এবারেও এ ডিসেম্বরে আনন্দ বন্যায়
ধুয়ে নিঃশেষ জনতার সকল ক্লেশ।
দুই
নয়টি মাস এক সাগর রক্ত ঝরার শেষে
পেয়েছি লাল সবুজ পতাকা;
বীর সন্তানেরা ঐ দ্যাখো হাসে আকাশে
খুশির অশ্রুতে দেশ মাতৃকা।
তিন
পৃথিবীর বুকে এ ডিসেম্বরেই তো রচিত
বাংলাদেশ