নভেম্বর ৬, ২০১৭ বিভাগের সব লেখা

ভালোবাসার কাব্য – সাঁইত্রিশ
যখন তুমি হাঁটো,
তোমার পায়ে থেমে যায় নদী;
যখন তুমি কাঁদো,
তোমার চোখে মেঘগুলো হয় বন্দী।
যখন তুমি নাচো,
তোমার হাতে স্বর্গ পড়ে ঢলে;
যখন তুমি ডাকো
তোমার কণ্ঠে আকাশটা যায় গলে।
যখন তুমি হাসো,
তোমার মুখে জোনাক ছড়ায় আলো;
যখন তুমি বাসো,
তোমার বুকে পার্বতীর ব্রহ্মজ্যোতি জ্বালো। পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৩৪ বার দেখা | ৩৭ শব্দ