তোমার পায়ে থেমে যায় নদী;
যখন তুমি কাঁদো,
তোমার চোখে মেঘগুলো হয় বন্দী।
যখন তুমি নাচো,
তোমার হাতে স্বর্গ পড়ে ঢলে;
যখন তুমি ডাকো
তোমার কণ্ঠে আকাশটা যায় গলে।
যখন তুমি হাসো,
তোমার মুখে জোনাক ছড়ায় আলো;
যখন তুমি বাসো,
তোমার বুকে পার্বতীর ব্রহ্মজ্যোতি জ্বালো।

