তোমায় যখন বলি শুভসকাল
ঝলমলে হয়ে যায় দিন আমার
তুমিময় সারাবেলা!
তুমি কবিতার সেই স্তবকের মত
ছন্দবিহীন হয়ে ও ছান্দসিক
হেলাফেলায় মায়ার খেলা। তোমায় না ভাবলে
নি:শ্বাসগুলো নেতিয়ে পড়া পুঁই লতা
লজ্জাবতীদের নেতিয়ে পড়তে দেখেছ কখনো?
আপাদমস্তক লজ্জার ঘোমটায় ঢাকা
এক নির্লজ্জ ঢঙয়ের লাজুক প্রতিচ্ছবি যেন!
তোমায়

