অক্টোবর ৩, ২০১৭ বিভাগের সব লেখা

তৃঞ্চার জল
তৃঞ্চার জল এমন কার্তিকে
নেশা ধরা কাশবন সমীরণ ছেড়ে;
কোথায় ছিলে এত কাল?
শারদীয় চিত্ত মোহ মায়া রঞ্জে রাঙা
প্রেম রহস্যের চির যামিনী অর্নব অপসরী
দ্রোহ কেন?
মায়ার আঁচল তলে প্রেম, বিরহ, অভিমানের
শূন্য বলয়ে বার বার আঙ্গিক ছায়াতল
নিঃশেষ হয় না কখনো;
তৃঞ্চার জল!
অপরাহ্নে কার্তিকের সাঁঝ লালিমা বড়ই
আমুদে মাখা; পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬১৭ বার দেখা | ৬৪ শব্দ
বিসর্জন
বিসর্জন এক মুঠিতে আগুন রাখি, আরেক মুঠি জল। জলের তবু নদী আছে, নদীর আছে তল। অভিমানী শরৎ রানী আমার কথা মান। কথার তবু শব্দ আছে, শব্দে আছে গান। মান ভাঙানো, গান শোনানো, চাঁদের আলোয় স্নান। চোখ ছলছল, আর্শিনগর, ক্যানভাস, রঙ তুলি। দেখ দেখি মন, আরেকটু রঙ, পড়ুন
জীবন | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬৯ বার দেখা | ১৪১ শব্দ