না বলা শুরু করে ছিল
আমি জানতাম ও হ্যাঁ বলবে
কতক্ষণ আর বটগাছের পাতার মত
মুখের ভেতরে মুখ লুকিয়ে রাখবে।
সাহসী যুক্তি তক্ক
বহুক্ষণ বাতাসের মত খেলা করে
পরস্পরের হাতে হাত মিলিয়ে
আজকালকার প্রাণবন্ত যাওয়া আসা।
এক কোণে কিনারা হয়ে বসে থাকা
মাঝে মাঝে মনের ক্ষোভে
বিরক্তির হাসছে।
রোজ আমার ক্লান্তি মুছে দেয়
এই