খুলেছে দ্বার! আকাশে মেঘ যেন ফুরালো
রোদের রসনাই আকাশময়; যেন চুপসে আছে
নীলের মহাশূণ্য বলয়।
আলোর কিন্নরি ষ্ফুরণ
বাতাসের সাথে করে খেলা
বানভাসি পথ ঘাট জেগেছে; পলির আইল পথে
সবুজ ঘাস সবে উঠছে গজে। আইল পথের কাদায় ছাপ এঁকে রয়
ডাহুক ডাহুকির বিবসনা মুর্চ্ছনায়
ক্ষেতের ধানের ঝোপে বাঁধবে বাসা; ললনার

