পণ্ডিত!
আপনি কখন গর্তে ঢুকেন
কখন যে বের হন
জানা আছে কোন সময়ে
ছাগলরে -শের কন!
জানা আছে কোন সভাতে
পান্ডিত্যটা ঝারেন
কাদের থেকে কোন সময়ে
মাইকখানাও কাড়েন।
আপনে না হয় ভুলে গেছেন
আপনার ইতিহাস
মৌসুমি সব ফলের মতো
করেন নীতি চাষ?
শিং, নাই বিলে ফলো বাও
বাইতে থাকো আরো
আরো কিছু দিন দেখি তুমি
কতো বাড়তে পারো!