নানা পাখির গান শুনি
প্রাণ ভরে শ্বাস নিলাম
সতেজ বায়ু শরীরে ধরি। বাড়ির পাশে আম বাগান
কোকিলের ডাকে ভরে প্রাণ
ঘুঘু পাখি ছুটাছুটি সাথে গান
ঘাসে শিশির কনা স্বর্ণের মান। আকাশে সাদা মেঘের ভেলা
মেঘের ঠেলাঠেলি বসে মেলা
রবির হাসি আকাশের বুকে
প্রকৃতি ভরা সুন্দর কুদরতে। দিন ভাল যাক করি

