হৃদকমল
আমি হাঁটার সাথে মাটি হাঁটে
হাওয়ায় টের পাই উৎফুল্লতা
পরিবেশ পরিপাশে আত্মীয়তার
আগ্রহ দেখে পুনরায় নিজের দরজায়
ঠোকরাই, ডেকে নিবে আপন আলয়
প্রসারিত দুই হাতের মধ্যে এঁটে যাবে
নির্মল শৈশব, দুরন্ত কৈশোরের পরে
টগবগে যৌবন থমকে গেলে, মধ্য বয়সী
ধাতে আমি লাগাম লাগাই, পরন্ত
বেলায় অন্ধকার ধেয়ে আসছে দেখে
পোষাক পাল্টাই, স্মৃতি পাড়ে আসে
পরিচিত