ডানদিকের প্রজাপতিটা তুমি এঁকেছিলে
ভাঁজের নিচে কুড়াল চিহ্নটা অন্যের দেয়া
ফোঁটা ফোঁটা রক্ত জমে যে চিত্র সেও মনোরম
দারুন কারুকাজময় এইসব অলিন্দ ও নিলয়
কোন একদিন দেখে যেও এসে ঘুমন্ত হৃদয়।
একবার ওকে ছেড়ে দিয়েছিলাম বিস্তির্ণ সরিষার ক্ষেতে
মৃদু’পা বালিকার আদুঢ় চাপে সুখ পেয়েছিল টানটান!
এখনো এখানে রয়েছে সোনালী ধানের বিস্তৃত