কলিংবেলটা বেজে উঠলো। একটা চিঠি হাতে ধরিয়ে দিয়ে গেলো পোস্টম্যান। খামের উপরে গোটাগোটা অক্ষরে লেখা আমার ভালো নাম, ঠিকানা। এদিক ওদিক তাকালাম। খাম খুলতেই, পরিষ্কার বাংলা ভাষা, জড়তা নেই ” ছাইপাঁশ লিখে আর কারো সাথে জড়াওনি নিশ্চই!” সদ্য উদিত সূর্যটা যেন লাল হতে হতে

