ভালোবাসা অপেক্ষাকৃত জীবন প্রদাহ অতীব নগন্য ;
কিছু আশা বিনষ্ট হয় অঙ্কুর সৃষ্টির পূর্বে
কিছু আশা সাফল্য অর্জন করে, কোনো শক্তি
সামর্থ ব্যতিত, নিতান্তই উদ্দেশ্যহীন।
সম্ভাবত আমরা তাঁর কোনো কিছু চাই না।
সম্ভাবত আমি বাতাসের বিপরীতে ভেসে যাব, অনেকদূর ?
সম্ভাবত আমি মেঘ হব যে নীল অদ্ভুদ ভাবে