আমাদের গল্পরা একদা যদিও বৈচিত্র্যের ছিল
তবু লেজ ধরে ধরে মাথায় ঠিকই পৌঁছানো যেত
জামাকাপড়ে সরলতার ছোঁয়া দেখতে পেয়ে
পরিচিত বন্ধুরা হঠাৎ ভয়ঙ্কর দস্যুতে রূপান্তর হবে
এমন ভাবনায় আমারাও আত্মরক্ষার কলাকৌশলে
কোন কমতি দেখাতাম না, বিজ্ঞাপনের জৌলুষে
মোহগ্রস্ত মন তাড়িত হতো ঠিকই কিন্তু চকচকে
সোনা আমাদের মগজে ভিন্ন বার্তা পাঠাত
খানিক