ভালোলাগা জমা দিয়ে গেলে চোখের পাতায়
মনের খাতায়, স্বপ্নের মতো ছিল দিনগুলো।
ঘষা রঙে যেমন বৃষ্টির জল ছাপ জমা হয়ে যায়
কাঁচের খাতায়, গাছের পাতায়, মেঘের আরশিতে।
ঠিক তেমনই স্বপ্ন এঁকেদিলে আমার চোখের পাতায়।
হয়তো সব কাঁটাছড়ানো পথগুলো আজ
ভেসে গেছে দূর থেকে বহুদূরে
অচেনায় অজানায়,

