ডিসেম্বর ১৬, ২০১২ বিভাগের সব লেখা

স্বপ্ন
আমি স্বপ্ন লালন করি
আবার আসবে ভেবে
ধরে রাখি মস্তিস্কের কোঠায়।
দিন বয়ে যায় দ্রুত
দীর্ঘ হয় সূর্যের ছায়া
যেন এক নারী বিছায় আঁচল
ভিজে এলো চুল আকাশ আড়াল
করে নামায় আঁধার। বাতাস ছড়ায় দীর্ঘশ্বাস
রাত এলেই স্বপ্নেরা ভীড় করে
দূরে কোথাও পড়ুন
কবিতা | ০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬১৭ বার দেখা | ৬৭ শব্দ ২টি ছবি