বিদ্যুতে আর স্বর্ণলতার
ঢেউ- খেলানো আলিঙ্গনে
ঝলসে উঠে মধ্যরাতের
হাস্নাহেনার মদির গন্ধ। একটি স্থবির প্রহর- রন্ধ্রে
পাঁপড়ি- মেলা অনুভবে। কোন অন্তহীন নীলিমার জগতে
বিচরণ করো মূহুর্তের পলকে
লাল নয়, কালো নয়
শুধু শূন্য ও সাদায়। পৃথিবীর পাথারে করি স্নান
ভোরের শুকতারার ঈশারায়
স্বপ্নের পূর্ণিমা রাতে রথে চলি। নক্ষত্রের মুকুট মাথায় পরে
আমার শ্বেত

