কাব্য ভাবে
শরতে শিশিরে মোড়ানো স্নিগ্ধ আবরণ
হিয়ামন্দিরে শিউলি ফুলে বিমুগ্ধ বিচরণ
দক্ষিণ হতে ছুটে আসা সুশীতল সমীরণ।
মন্দিরে মন্দিরে প্রেমবীণার সুর তঙ্গ
বৃত্তাকারে অর্কের সোনালী আলো রঙ্গ
আলোতে শিশিরেতে গড়ছে সাথী সঙ্গ।
আমি
আমিও অর্কের মতো আবেগপ্রবণ
শিশিরের মত চেয়েছি তোমাকে আপন
জেগে