জানুয়ারী ১৬, ২০১১ বিভাগের সব লেখা

একটি বিকেল
একটি বিকেল অনুভবে নুয়ে পড়ে
মগবাজারের রেলক্রসিঙের কাছে
থমকে দাঁড়ায় বিষ্মরণের ট্রেন
মনে পড়ে গত রাত্রির ব্যাকুলতা। ডাবল ডেকারে ব্যস্ততা ছুটে চলে
নুলো ভিখিরীরা বিধাতার নাম জপে
মার্সিডিজের ফুয়েলে ঘামের ফোঁটা
একটি বিকেল কমলা রঙের স্মৃতি। বাসষ্টপে তুমি কখনও ছিলে না জানি পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৭১ বার দেখা | ৯১ শব্দ ২টি ছবি