একটি দুপুর দীর্ঘ থাবার প্রতীক
উত্তরে আর দক্ষিণে গরমিল
একটি দুপুর সন্তাপে অস্থির
গ্রন্থিবিহীন অনুষ্টুপের মাত্রা।
সূর্যের কাছে নতজানু সাদা অভ্র
একাকী ঘুঘুর কন্ঠে মূর্ত বোধ
দিগন্ত জোড়া অবরোধ শাসনের
অভিযোগমালা তবুও দুর্নিরীক্ষ্য।
একটি দুপুর দুঃস্বপ্নের আততি
ঘুম- ভাঙ্গা রোদে ঝিম- ধরা
কবিতা|
০ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫৬৯ বার দেখা
| ৮৫ শব্দ ২টি ছবি