কেমন আছিস রেবতি
এখনও কি ঘুড়ে বেড়াস ভীষণ রোদে
তামাটে করতে শরীরের রং।
ভরা জোৎস্নার রাতে
আনমনা হয়ে ভাবিস কি
সুহাসের কথা।
কী ভরাট ছিলো সময়গুলো
শরীর জুড়ে ছিলো নিটোল আনন্দ
কালো রাতের আকাশ ভরে
থাকতো চাঁদে।
এখনও কি তুই আগের মতো
কবিতা|
০ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫১৭ বার দেখা
| ১০৯ শব্দ ২টি ছবি