অনর্থক উচ্চ হাস্যে সচকিত হতো চারিপাশ
চিরহরিৎ বনভূমে অবিরল রূপালী বৃষ্টিপাত।
শক্ত বিশ্বাসে মহামারী লেগেছে হৃদ বিশ্বে
সন্তরা চারিদিকে আজ শান্তির ঢেঁড়া পেটায়
কোলাহলে আমজনতা টালমাটাল, ভীত সন্ত্রস্ত।
শক্তি লোভী ধর্মগুরু, শাসকের ধ্বজাধারী
যেন সুনসান আঁধারে নষ্ট রাজনীতিক –
মত্ত হস্তির পিঠে পিষ্ট করে চলেছে
অকস্মাৎ মানুষের সব যোগ্যতা