ডিসেম্বর ৮, ২০১০ বিভাগের সব লেখা

কলোসিয়াম (কলাস্সিও)
যারা শুধু দেখতে আসেন, তাদের অনেকেরই জানা নেই কত অসংখ্য রাজবন্দী, যুদ্ধবন্দী, ক্রীতদাস আর মুত্যুদন্ড প্রাপ্ত অসহায় আদম সন্তানের রক্তে সিক্ত ওর ভেতরের মাটি, প্রতিটি ধুলিকণা। একশো ষাট ফুট উঁচু চারতলা এই ইমারতটির প্রতিটি ইট কাঠ পাথরে মিশে আছে তাদের অন্তিম নিঃশ্বাস। শতাব্দীর পর পড়ুন
ইতিহাস-ঐতিহ্য | ০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৮৬ বার দেখা | ৫৩২ শব্দ