ডিসেম্বর ৬, ২০১০ বিভাগের সব লেখা

এক আকাশ অন্ধকার
একটি মানুষের মধ্যে আমি
এক আকাশ অন্ধকার দেখেছিলাম। কতজনের সঙ্গেই ত মিশি,
ভালবাসি, ঘৃণা করি, থাকি উদাসীন।
তারা সব টুকরো টুকরো আলো
উজ্জ্বল কি স্তিমিত। তাদের চেনা যায়, পড়া যায়
মানেও পাওয়া যায় ছাড়াছাড়া।
তাদের সঙ্গে পরিচয় দিয়েই
জীবনের প্রাঞ্জল পুঁথি প্রতিদিন লেখা। পড়ুন
কবিতা | ০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮৬৫ বার দেখা | ১৪২ শব্দ ২টি ছবি