ডিসেম্বর ১০, ২০১০ বিভাগের সব লেখা

মুখচেনা অনাসৃষ্টির স্রষ্টা
ইদানীং অনেকেই সৃষ্টি করে-
প্রতিষ্ঠিত করে হৃদয়ের বিচ্ছিন্ন যুক্তি
উড়িয়ে দিতে চায় নীল বিহঙ্গে
হৃদ কেন্দ্রিক উচ্চারণ গুলো
কী সংক্ষিপ্ত অভিনবত্বে
ছুঁড়ে দেয় বিজ্ঞের বিলাসিতায়। ঠোঁটে তুলে নেন তাম্রকূট
নয়নে ধরেন উদাসীনতা বিস্তর
দেহে অবহেলার পরিচ্ছাপ; বিরোধ গড়েন স্বয়ং স্বকীয়তার সংগে
হয়ে ওঠেন পড়ুন
কবিতা | ০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৪৭ বার দেখা | ১৩২ শব্দ ২টি ছবি