একটি আত্মহত্যা

মাগো
আমি আর তোমায় ডাকতে পারব না
আমার কণ্ঠনালি যে চিরকালের জন্য স্তব্ধ আজ।
বাবার ক্লান্ত মুখখানি আর দেখতে পাব না মা।
দ্বিপ্রহরে আমার পথ চেয়ে নলিনী আর বসে থাকবে না।

মাগো
আমি অনেক চেস্টা করেছি,,, জানো!
আমি চিৎকার করে তোমাকে কত ডেকেছি,,,
মা মা
তুমি শুনতে পাও নি মা?

তিন দিন খাই নি
ক্ষুদা তৃষ্ণায় কাতর আমি।
তোমার উপর রাগ হয়েছে জানো?

যখন আমার চোখ বন্ধ হয়ে গেল
সব কিছু
কেমন যেন অন্ধকার থেকে ঘোর অন্ধকার হতে লাগল।
ততক্ষনে আমার তৃষ্ণা মিটে গেল
আমি ছটফট করছি।

চারিদিকে কি নিষ্ঠুর নিস্তব্ধতা।
তুমি কোথায় মা?
আমার বড্ড ভয় হচ্ছিল।
শ্বাস নিতে কি যে কষ্ট
যেন সমস্ত শরীর আমার অসার হয়ে পরেছে।

আমার কানে কোন শব্দ আসছে না
মৃদু বাতাসের শব্দটুকুও নয়।
চাপা একটা বিশ্রী গন্ধ আসছে।
গন্ধে মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে।

পরক্ষণেই মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে আমার ভিতরের সমস্ত কিছু টেনে ছিড়ে নিচ্ছে।
শকুনেরা যেমন মাংস টেনে ছিড়ে খায় ঠিক তেমন।

আমার দুচোখ তোমায় খুজে মা,
হঠাৎ দেখি বিষন্ন মুখে তুমি দাঁড়িয়ে আছো।
আমার বড্ড ঘুম পাচ্ছে মা।
জগতের সমস্ত ঘুম এখন আমার চোখে।
আমি জোর করেও চোখ খুলতে পারছি না।
মনে হচ্ছে যেন কেউ  আমার চোখ টেনে বন্ধ করে দিচ্ছে।

যখন ঘুম থেকে উঠলাম
দেখি
দুজন কালো পোশাকের লোক।
দৃষ্টি ফিরে এসেছে পুরোপুরি।
সেই চাপা বিশ্রী গন্ধটা
আর নেই।
আমার নিথর শরীরটা শুধু পরে আছে।

জানো মা,
আমার কোন ব্যথা নেই।
তারা একে একে সমস্তকিছু বের করে নিল।
মাথা থেকে তলপেট অব্দি সমস্তই কাটা।
আমার চোখের পাতা বন্ধ।
কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি।
সব সবকিছু

মা মাগো
শুধু তোমাকে দেখছি না,
তুমি কি লাশকাটা ঘরে নেই?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৫-১০-২০১৮ | ২:০০ |

    * অভিনন্দন কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২৫-১০-২০১৮ | ২১:৪৩ |

      আপনাকেও অভিনন্দন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif 

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৫-১০-২০১৮ | ৯:৩৬ |

    আপনার কবিতার প্রতি সম্মান জানিয়ে গেলাম কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২৫-১০-২০১৮ | ২১:৪৫ |

      আপনি আমার কবিতাগুলো পরম যত্নে পড়েন দেখে আমি সত্যিই আনন্দিত।আপনার জন্য শুভেচ্ছা রইল।  

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৫-১০-২০১৮ | ১০:২৫ |

    পরক্ষণেই মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে আমার ভিতরের সমস্ত কিছু টেনে ছিড়ে নিচ্ছে। শকুনেরা যেমন মাংস টেনে ছিড়ে খায় ঠিক তেমন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২৫-১০-২০১৮ | ২১:৫২ |

      হা হা হা।এমনটাই তো হয়!

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ২৫-১০-২০১৮ | ১৭:২৯ |

    ভীষণ হৃদয়স্পর্শী এবং আবেগঘন কবিতা। কবিতার জন্য ধন্যবাদ আপনাকে।

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২৫-১০-২০১৮ | ২১:৪৭ |

      আমার এক বন্ধু আত্মহত্যা করে।তাকে উৎসর্গ করেই লিখা। 

      GD Star Rating
      loading...
  5. নিতাই বাবু : ২৫-১০-২০১৮ | ১৯:৩৮ |

    একদিন এমন সবার বেলাই ঘটবে দাদা। পাথর চোখের দৃষ্টি দিয়ে সবকিছুই দেখা যাবে, উপলব্ধি করা যাবে কিন্ত্য কিছুই বলা যাবে না।

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২৫-১০-২০১৮ | ২১:৫০ |

      আমি বরং মৃত্যু যন্ত্রণা ভোগ করিতে চায় অন্যভাবে।কষ্টটা পুরোপুরি অনুভব করতে চায়।   

      GD Star Rating
      loading...
  6. মিড ডে ডেজারট : ২৫-১০-২০১৮ | ২১:৫০ |

    কবিতাটা অন্তর ছুঁয়ে গেল; বেদনা জাগিয়ে গেলো। পড়লাম আর চোখের সামনে কিছু ছবি ভাসালাম।

    নানান কারণে কবিতাটা আমার খুব ভালো লেগেছে।  

     

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২৫-১০-২০১৮ | ২২:০৫ |

      আমার স্বার্থকতা তো এখানেই যে কবিতাটা পড়বে তার চোখের সামনে তা ভেসে উঠবে।ধন্যবাদ আপনাকে। 

      GD Star Rating
      loading...