মাগো
আমি আর তোমায় ডাকতে পারব না
আমার কণ্ঠনালি যে চিরকালের জন্য স্তব্ধ আজ।
বাবার ক্লান্ত মুখখানি আর দেখতে পাব না মা।
দ্বিপ্রহরে আমার পথ চেয়ে নলিনী আর বসে থাকবে না।
মাগো
আমি অনেক চেস্টা করেছি,,, জানো!
আমি চিৎকার করে তোমাকে কত ডেকেছি,,,
মা মা
তুমি শুনতে পাও নি মা?
তিন দিন খাই নি
ক্ষুদা তৃষ্ণায় কাতর আমি।
তোমার উপর রাগ হয়েছে জানো?
যখন আমার চোখ বন্ধ হয়ে গেল
সব কিছু
কেমন যেন অন্ধকার থেকে ঘোর অন্ধকার হতে লাগল।
ততক্ষনে আমার তৃষ্ণা মিটে গেল
আমি ছটফট করছি।
চারিদিকে কি নিষ্ঠুর নিস্তব্ধতা।
তুমি কোথায় মা?
আমার বড্ড ভয় হচ্ছিল।
শ্বাস নিতে কি যে কষ্ট
যেন সমস্ত শরীর আমার অসার হয়ে পরেছে।
আমার কানে কোন শব্দ আসছে না
মৃদু বাতাসের শব্দটুকুও নয়।
চাপা একটা বিশ্রী গন্ধ আসছে।
গন্ধে মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে।
পরক্ষণেই মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে আমার ভিতরের সমস্ত কিছু টেনে ছিড়ে নিচ্ছে।
শকুনেরা যেমন মাংস টেনে ছিড়ে খায় ঠিক তেমন।
আমার দুচোখ তোমায় খুজে মা,
হঠাৎ দেখি বিষন্ন মুখে তুমি দাঁড়িয়ে আছো।
আমার বড্ড ঘুম পাচ্ছে মা।
জগতের সমস্ত ঘুম এখন আমার চোখে।
আমি জোর করেও চোখ খুলতে পারছি না।
মনে হচ্ছে যেন কেউ আমার চোখ টেনে বন্ধ করে দিচ্ছে।
যখন ঘুম থেকে উঠলাম
দেখি
দুজন কালো পোশাকের লোক।
দৃষ্টি ফিরে এসেছে পুরোপুরি।
সেই চাপা বিশ্রী গন্ধটা
আর নেই।
আমার নিথর শরীরটা শুধু পরে আছে।
জানো মা,
আমার কোন ব্যথা নেই।
তারা একে একে সমস্তকিছু বের করে নিল।
মাথা থেকে তলপেট অব্দি সমস্তই কাটা।
আমার চোখের পাতা বন্ধ।
কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি।
সব সবকিছু
মা মাগো
শুধু তোমাকে দেখছি না,
তুমি কি লাশকাটা ঘরে নেই?
loading...
loading...
* অভিনন্দন কবি…
loading...
আপনাকেও অভিনন্দন।
loading...
আপনার কবিতার প্রতি সম্মান জানিয়ে গেলাম কবি। শুভ সকাল।
loading...
আপনি আমার কবিতাগুলো পরম যত্নে পড়েন দেখে আমি সত্যিই আনন্দিত।আপনার জন্য শুভেচ্ছা রইল।
loading...
পরক্ষণেই মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে আমার ভিতরের সমস্ত কিছু টেনে ছিড়ে নিচ্ছে। শকুনেরা যেমন মাংস টেনে ছিড়ে খায় ঠিক তেমন।
loading...
হা হা হা।এমনটাই তো হয়!
loading...
ভীষণ হৃদয়স্পর্শী এবং আবেগঘন কবিতা। কবিতার জন্য ধন্যবাদ আপনাকে।
loading...
আমার এক বন্ধু আত্মহত্যা করে।তাকে উৎসর্গ করেই লিখা।
loading...
একদিন এমন সবার বেলাই ঘটবে দাদা। পাথর চোখের দৃষ্টি দিয়ে সবকিছুই দেখা যাবে, উপলব্ধি করা যাবে কিন্ত্য কিছুই বলা যাবে না।
loading...
আমি বরং মৃত্যু যন্ত্রণা ভোগ করিতে চায় অন্যভাবে।কষ্টটা পুরোপুরি অনুভব করতে চায়।
loading...
কবিতাটা অন্তর ছুঁয়ে গেল; বেদনা জাগিয়ে গেলো। পড়লাম আর চোখের সামনে কিছু ছবি ভাসালাম।
নানান কারণে কবিতাটা আমার খুব ভালো লেগেছে।
loading...
আমার স্বার্থকতা তো এখানেই যে কবিতাটা পড়বে তার চোখের সামনে তা ভেসে উঠবে।ধন্যবাদ আপনাকে।
loading...