আদতে আমি কি ? কতটা মানুষ ? মানুষ হিশেবে কতটা স্বার্থক – কতটা ব্যর্থ ? কতটা ভাবায় আমায় ?
এই যে আমার পৃথিবী , সত্যিই আমার ?
মানুষের পৃথিবী শুধুই কি মানুষের ? আর কারও নয় ?
আমরা পৃথিবীর মানুষ নই , পৃথিবীটাই একান্ত মানুষের,আবার পৃথিবীটা বিভক্ত – একটা ভূখন্ড আমার – কিছু মানুষের – ৭০০ কোটি মানুষের নামে পৃথিবী কয়েকশো খন্ডে লেখা হয়ে গেছে। কারও আবার তাও নেই । এ-খন্ডের মানুষ ও-খন্ডে যেতে হলে বিশেষ অনুমতি লাগবে – কেননা ও-খন্ডে অন্য মানুষ থাকে – তারা আর তুমি এক নও , আলাদা,ভিন্ন ।
দেখ – তোমরা দেখতে আলাদা, এক হলেও বর্ণ আলাদা, এক হলেও ভাষা আলাদা , এক হলেও ধর্ম আলাদা, এক হলেও…
দেখ- কিছু একটা আছে …কাঁটাতারটা দেখছো না …
এই যে আমি, আমি কিন্তু পৃথিবীর নই –
একটি দেশের – স্রেফ একটি দেশের –
দেশেরও আবার অনেক অঞ্চল – চালচলন, রেওয়াজ,কথার ধরন – বেমিল ।
আমি এবার – কোথাকার ছোকড়া !
অতঃপর আমি একটা অঞ্চলের – অমুক জায়গার – তমুক গ্রামের – অমুক পাড়ার – তমুক বাড়ির -অমুক ঘরের !
হা-হা-হা । চমৎকার !
অতঃপর আমি রাস্তার অভিমুখে, নর্দমার ধারে হাঁটছি – দেখছি কীট, বাড়ন্ত-জীবন্ত কীট ।
রিকশা আর গাড়িবহরের ঝগড়া –
উঁচু তলা, নিচু তলা –
৪ তলা, ৬ তলা,১০ তলা আর টিনের ছাবড়া – বসতি থেকে বস্তি – নাক্ সিটকানো বস্তি –
৪ তলা ৬ তলা হয়, ৬ তলা বাড়ে, ১০ তলাও বাড়ে , টিনের চালে কেবলই ফুটো হয় –
তারপর রাত হয়, মাতাল-নেশাখোরেরা জাগে – সেখানেও দেখছি বার আর মাটির ভাঁড় , সভ্য আর অসভ্য ইতর – তফাৎটা ঠিক কোথায় -?
অবক্ষয় কাকে বলে ? কুকুরগুলো ঘুমানোর পরও যারা জেগে থাকে, তারা অবক্ষয় ? অবক্ষয় বেপর্দা নারী ? প্রতিটি স্বাধীনচেতা মানুষ ?
রাস্তায় কোনো-কোনো পুরুষ সফেদ শাড়ির ভেতরে কি যেন খোঁজে – সেখানে নাকি অবক্ষয়ের সূত্রপাত – আর সেই সফেদ শড়ির ভেতরে থাকা মানুষ অবক্ষয়ের কারন –
অতঃপর আন্দোলন , মানুষের, মানবিকতার –
অথচ, দুই হাতে তালি বাজানো মানুষগুলোর রাতের বালিশ কি করে ভিজে – কি করে শুকিয়ে যায়, তার খবর কেউই রাখে না –
অবশেষে আমিও বোধহয় মানুষই – !
আমরা মানুষ !কাক আর কোকিলের তফাৎ শিখতে-শিখতে বেড়ে ওঠা মানুষ –
বৈষম্য যার অস্থিতে, এমনকি মজ্জায় ।
loading...
loading...
তন্ময় হয়ে পড়ছিলাম। মুগ্ধ হয়েছি উচ্চাঙ্গ ভাবনা আর উপস্থাপনায়।
শুভ কামনা রইল।
loading...
loading...
আমরা যদিও নিজেদের মানুষ নামে ডাকি, আসলে আমরা পূঁজির দাস। আমাদের কাছে অর্থই সব কিছু। সমস্ত দুনিয়াতে সমস্ত কিছুর মাপকাঠি অর্থ। অন্য সবই মিছে। মানবতা নয় অর্থই আমাদের চলন বলন আর চরিত্র নিয়ন্ত্রন করে। আর অর্থের প্রভুত্ব ততই নিরঙ্কুশ হবে যত বিভেদ তৈয়ার করা যাবে।
loading...
সেটাই
loading...
আপনার লিখা বরাবরই দারুণ হয়। শুভেচ্ছা জানবেন মি. চূড়ান্ত।
loading...
loading...