কোথা দিয়ে যে সময়গুলো পালায়, পাই না আর টের
সময় হতে নিজের জন্য সময় আর করতে পারি না বের;
সময় ব্যস্ততার যাতাকলে ফেলে
আমি ছেড়ে উড়ে যায় দূরে, ডানা মেলে।
পাই না নিজের জন্য সময় আর অফুরন্ত
মন যে হয়ে উঠলো দুরন্ত;
সয় না আর সয় না ব্যস্ততার জ্বালা
কত আর দেখবো কর্মের যাত্রাপালা।
পালাতে চাই দূরে, যেখানে নেই পরিচিত জন
কে দেবে আমায় এক টুকরো নির্জন
কবিতার ছন্দ হারিয়ে কাঁদি, নিস্তব্ধ মনের বাড়ী
বয়স ফুরায়ে যায়, কবে আর টানবো কর্মের পিছে দাঁড়ি।
চাই চাই, অতি চাহিদার ভিড়ে আমি আর নাই
আমি যেন ধুলো বালি ছাই
ফুঁ দিলেই আমি বিষণ্ণতার সমুদ্দুরে হাবুডুবু খাই
দিনশেষে নিজেকে বড্ড ক্লান্ত পাই।
আমার বেলাগুলো চুরি হয়ে যায়, কর্ম বড্ড নাছোরবান্দা
স্বার্থের ফুল ফুটাতে মানুষজন করে নিত্যই ধান্ধা;
সে ধান্ধাতে মন রেখে আমি নিজেকেই হারাই;
ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে দূর কোথাও যেতে পা বাড়াই।
বুকের ভেতরে ব্যথার নদী
বয়ে চলেছে নিরবধি;
মাথায় বোঝা হয় কর্ম, আমি ভুলের পর করি ভুল
ভুলগুলো এ জীবনে হবে না আর ফুল।
ভুলের সাগর পাড়ি দিতে কতই না কষ্ট, কী পেরেশানি
কত মন্দ কথা বাহার শুনি, শুনি কত শাসনের বাণী
কাজের বোঝা ঘাড়ে চাপিয়ে তোমরা তড়িৎ গতিতে চাও কাজ
শুনো না কান পেতে বুকের গহীনে দীর্ঘশ্বাসের আওয়াজ।
loading...
loading...
কবিতার ছন্দ হারিয়ে কাঁদি, নিস্তব্ধ মনের বাড়ী
বয়স ফুরায়ে যায়, কবে আর টানবো কর্মের পিছে দাঁড়ি।
loading...