জন্মদিনের বার্তা নিয়ে মেঘেরা উড়ে আকাশের সীমানা ঘেঁষে
আমি আজ গিয়েছি মানুষের ভালোবাসায় ফেঁসে,
ফিসফিস, চুপিচুপি শুনি বসে চুপচাপ
আকাশে বাজে জন্মদিনের দফ ধুপধাপ।
শুভ্র মেঘের মত মন, মনের অলিগলিতে মেঘ উড়ে
কতই না সুখের কলি উঠে আজ বক্ষ ফুঁড়ে;
নেই মন আকাশে একটুও কালো মেঘ
কবিতায় রেখে দিলাম ছন্দে তাল লয়ে মনের আবেগ।
মন আকাশে নেই নীলের ছোঁয়া
আজ মন উঠোনে যেন কাশফুলের চারা রোয়া
সে চারায় ফুল ফুটে, হাওয়া এলে পাপড়িগুলো উড়ে যায়
কে রে, কে এসে মনের তারে সুখের বাজনা বাজায়?
ভুলেনি কেউ আমায়, ভুলিনি তো কবিতার ছন্দ
ভালোবাসায় আচ্ছন্ন আমি, নেই কারো সাথে আজ দ্বন্দ্ব;
আমি যেন আকাশ, মন যেন মেঘ
মন উড়ে স্বাধীনতায় পেলেই সুখ হাওয়ার বেগ।
থাকুক স্মৃতিগুলো কবিতার ছন্দে, অক্ষরে অক্ষরে
থাকুক সুখগুলো সাজানো মন ঘরে থরে থরে;
থাকুক মন আকাশটা আজ শুভ্র মেঘে ভরা;
আজ নেই মন উঠোনে চৈত্রের খরা।
কে যেন বলে যায় এসে কানে কানে
শুভ জন্মদিন……..সু কামনা গানে গানে;
মন আকাশে তাই উড়ে মেঘের কণা
কী যে সুখ মনে আমি ছাড়া কাউকে বলবো না।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ভিস্তারায় আকাশ পথে)
loading...
loading...
শুভ জন্মদিন… শু কামনা গানে গানে প্রিয় কবি। ভালো থাকবেন।
loading...