মন আমার দুধ সাদা ফুলের মত ছিল
সময় সে সব শুদ্ধতা কেড়ে নিল
মনের ক্ষেতে এখন আগাছাদের বাড়াবাড়ি
আমার সুখগুলো নিয়ে মানুষেরই কাড়াকাড়ি।
আমার মনের শুভ্রতা হারিয়ে ফেলেছি,
আমি হতাশার সায়রে ভাসছি, হাহাকারের ময়দানে ডানা মেলেছি।
আমি যেন আমার নই আর
দীর্ঘশ্বাসের পিঠেই হয়েছি সওয়ার।
মন তো দুধ সাদা ফুলের মত
কেন সময় পোকা হুল ফুটায় বুকে, বুকে যে ব্যথার ক্ষত
গলা পর্যন্ত বিতৃষ্ণার জল,
দু দন্ড শুভ্র প্রহর পেতে অপেক্ষায় হয়ে আছি কপিঞ্জল।
আমার মন কেন শুদ্ধতা হারায়
শুদ্ধতার বুকে বিষের তীর মারতে মানুষরা পা বাড়ায়
বিষের তীর বুকে বিঁধে
আমার যে শুভ্র মন, ভালো থাকি এটুকুই মনে ক্ষিধে।
কান্নাগুলোই কেন আমার হয়
আমার সময় কেন অয়োময়
নিউরণে কী যে যন্ত্রণা
চারিপাশে আমার জন্য মানুষ’রা বুনে কুমন্ত্রণা।
ভাল্লাগে না আর, শুভ্র প্রহর চাই দু’দন্ড
অবসর চাই এক সমুদ্দুর, ফুরসত চাই অনন্ত অখন্ড
ফিরে আসুক চাই, শুদ্ধ প্রহরগুলো আমার
হৃদয় গহীনে আর কত গড়বো বিতৃষ্ণার খামার।
.
(ক্যানন ডি৬০০, ঢাকা)
loading...
loading...
অবসর চাই এক সমুদ্দুর, ফুরসত চাই অনন্ত অখন্ড
ফিরে আসুক চাই, শুদ্ধ প্রহরগুলো আমার
হৃদয় গহীনে আর কত গড়বো বিতৃষ্ণার খামার।
loading...