কেমন যেন পরিবেশ, ব্যস্ত মানুষের ভিড়
উত্তাপ আকাশ সীমা, ছায়া নেই সুনিবিড়,
ছুটছে মানুষ, যন্ত্র দানবের সাঁই সাঁই সুর
ঠিক দুপুর যখন উত্তাপ এক সমুদ্দুর।
কর্ম বিরতি শুরু হবে, গন্তব্যে ফিরতে মানুষ হারায় হুশ
দুপুরের খাওয়ায় ব্যস্ত হবে মানুষ
আকাশ ব্যস্ততা বাড়িয়ে দেয় উত্তাপ ছড়িয়ে
মানুষে দেহ রোদ্দুর নিচ্ছে ঘামে জড়িয়ে।
হুড ফেলা রিক্সায় মানুষ বসে থাকে ঠায়
যেমন ইচ্ছে চলছে গাড়ি, লাগছে জ্যাম, কার কী তাতে দায়
মানছে না আইন, এলোপাতাড়ি গাড়ি,
চিন্তার রেখা কপালে, কে কেমন করে ফিরবে বাড়ী।
কেউ সূর্যের পানে তাকিয়ে বিরক্ত
কেউ বা মুঠোফোনের অনুরক্ত,
যানে বসে বেহিসেবী সময় ক্ষয়ে যায়
বিতৃষ্ণার রেশ কেবল মনে রয়ে যায়।
এই শহর মূল্যবান সময় গিলে খায় শান্তি তাড়িয়ে
তাই দেখে আকাশ হাসে আর সূর্যের তাপ দেয় বাড়িয়ে
কী বিভৎস সময় যখন জ্যাম ডাকে বাড়িয়ে হাত
এই শহরে মূল্যবান সময়গুলো এভাবেই হয় বেহাত।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ময়মনসিংহ)
loading...
loading...
এই শহর মূল্যবান সময় গিলে খায় শান্তি তাড়িয়ে
তাই দেখে আকাশ হাসে আর সূর্যের তাপ দেয় বাড়িয়ে …
loading...