বিবর্ণ মেঘে ঢেকে যায় মন আকাশ
থেমে থেমে বুকে উঠানামা করে দীর্ঘশ্বাস
শুভ্র মেঘ সময় আমার আর নেই, আমি বিষণ্ণ
কেউ কী দু’দন্ড শান্তি নিয়ে আসবে আমার জন্য।
রবের কাছে এই ফরিয়াদ
দমে দমে করি তাঁরই ইয়াদ
কষ্টের সমুদ্দুর পার হতে চাই, শুভ্র মেঘে রাখতে চাই মন
তাঁর দয়া হলেই তবে হবে আমার সুখের ক্ষেতে ভ্রমণ।
দুঃখ যদি দিলা মাবুদ, সইবার ক্ষমতা দাও
কেন আমায় এত এত এত কাঁদাও
ঠোঁটে ধরে রাখতে চাই হাসি
ও আল্লাহ তুমি জানো, আমি মানুষকেও ভালোবাসি।
নরম মনের কিনারে কেন কালো মেঘেদের হানা
আমার কেন নাই পিঠে দুটো কল্প ডানা
আমি মেঘ হয়ে উড়ে যাবো নীলের বুকে
সেখানে থেকে যাবো তোমার নাম জপে খুব সুখে।
ও আকাশ মন আকাশে কিছু শুভ্র মেঘ দিয়ে যা
দেখে যা আকাশ আমার চোখ দুটো ভেজা
তুই বৃষ্টি ঝরাস না অথচ চোখে কত বৃষ্টি
তোকে দেখতে পাই না আকাশ, আমার ঝাপসা দৃষ্টি।
রবের কাছে প্রার্থনা এই, ধৈর্য দাও বাড়ায়ে আরও
তোমার দয়া ছাড়া দয়া চাই না কারো;
কষ্ট যদি দাও সইতে যেন পারি,
শুভ্র মেঘের মত নরম নরম অনুভূতিতে ভরে দাও প্রভু মনের বাড়ি।
.
(স্যামসাং এস নাইন প্লাস, স্তান অজানা)
loading...
loading...
রবের কাছে প্রার্থনা এই, ধৈর্য দাও বাড়ায়ে আরও
তোমার দয়া ছাড়া দয়া চাই না কারো;
কষ্ট যদি দাও সইতে যেন পারি,
শুভ্র মেঘের মত নরম নরম অনুভূতিতে ভরে দাও প্রভু মনের বাড়ি।
loading...