সৎপথেই থাকো

chh

হালাল আয়ের প্রতিই থাকুক নজর, যতটুকুই হোক প্রাপ্তি
যত মন্দ ভাবনা, হারাম রোজী রোজগারের আজই হোক সমাপ্তি;
শুদ্ধ পথের আয়ে রহমত থাকে প্রভুর, করো অনুভব,
সেই তো নিমেষেই নাই হয়ে যেতে হবে, কী হবে থাকলেই অথৈ বিত্ত বৈভব?

জগতের সেরা ইসলাম ধর্ম
মুসলিম তুমি করো সৎ কর্ম
নামাজ ছাড়া বলো কী করে খুলবে জান্নাতের তালা,
ভালো কর্মতেই সাজাও তোমার জীবন ডালা।

অযথাই বলো না কথা সব মন্দ
অশ্লীল বাক্যালাপে পাবে কেবল জাহান্নামের গন্ধ;
কেবল সত্য ও ন্যায়ের পথে থাকো, ঈমান রাখো শক্ত
দুনিয়ার ক্ষমতা নয়, হও প্রভুর ইবাদতের ভক্ত।

কী আছে বলো এই জীবনে, আয়ূ আর ক’দিন
এত সহায় সম্পদ এত চাকচিক্যতা থাকা সত্ত্বেও
জীবনে নেমে আসে সহসা অসুখের দুর্দিন;
ডাক্তার কবিরাজ তো বাড়াতে পারে না আয়ূ,
তুমি কিছুই নও এখানে, বন্ধ হলেই স্নায়ূ।

মনের কোণে জাগাও বোধোদয়ের রেখা
মনে রেখো এত আপনজন পাশে তবুও তুমি আমি সবাই একা
একাই গোরের আঁধারে থেকে যেতে হবে
পুণ্যিতে আমলনামা থাকলে ভরা…… ফেরেশতারা মিহি সুরে কথা ক’বে।

আমাদের পথ চলা হোক ভালোর পথে, যেখানে নেই অল্পও পাপ
যেটুকু পাপ করে ফেলেছি, যেন হয় অচিরেই অনুতাপ
ক্ষমা চেয়ে নিতে পারি তাঁর কাছে, তিনি তো করুণাময়
সব পাপ ক্ষমা করবেন নিশ্চয়ই আমার দয়াময়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
সৎপথেই থাকো, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৬-২০২৩ | ৯:৩৭ |

    আমাদের পথ চলা হোক ভালোর পথে, যেখানে নেই অল্পও পাপ
    যেটুকু পাপ করে ফেলেছি, যেন হয় অচিরেই অনুতাপ
    ক্ষমা চেয়ে নিতে পারি তাঁর কাছে, তিনি তো করুণাময়
    সব পাপ ক্ষমা করবেন নিশ্চয়ই আমার দয়াময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৬-০৬-২০২৩ | ১০:৫২ |

    আগাম কোরবানি ঈদের শুভেচ্ছা রইল কবি  আপু

    ভাল থাকবেন————-

    GD Star Rating
    loading...